চক্রান্তকারী পিকে , গো ব‍্যাক সায়ন্তিকা - স্লোগান তুলে তৃণমূল এর কর্মীরাই ক্ষোভে ফেটে পড়লেন

6th March 2021 10:14 am বাঁকুড়া
চক্রান্তকারী পিকে , গো ব‍্যাক সায়ন্তিকা - স্লোগান তুলে তৃণমূল এর কর্মীরাই ক্ষোভে ফেটে পড়লেন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  চক্রান্তকারী পিকে'র কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া সদরের তৃণমূল কংগ্রেস কর্মীরা ।  গো ব‍্যাক সায়ন্তিকা বলেও উঠলো স্লোগান । ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার তৃণমূল কর্মীরা । বিধানসভা ভোটে চাই এলাকার ই মানুষকে । বহিরাগত কাউকে মানবো না বলে হুঁশিয়ারী দিলেন তৃণমূলের কর্মীরা । প্রার্থী হিসাবে চাই শম্পা দরিপাকেই বলে দাবী । গত বিধানসভায় তিনিই ছিলেন প্রার্থী । কেন তাকে সরিয়ে বাইরে থেকে সায়ন্তিকাকে এনে দাঁড় করানো হল তা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন সকলে । পিকে চক্রান্ত করেই এই ধরনের কাজ করেছে বলে অভিযোগ । বাঁকুড়া স্কুল ডাঙা সুকান্ত স্ট্যাচুর সামনে শম্পা দরিপার অনুগামীরা বাঁকুড়া নিজের মেয়েকে চায় সায়ন্তিকা গো ব্যাক স্লোগান তুলে শম্পা দরিপা বাড়ির অদূরে বিক্ষোভে ফেটে পড়েন । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।